স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : কাঁকড়াবন থানার পুলিশের হাতে আটক ৫ কুখ্যাত চোর। জানা যায়, কাকড়াবন নেতাজি চৌমুহনী একটি ইলেকট্রিক গোডাউন থেকে বিভিন্ন সামগ্রী চুরি করার সময় তাদের হাতে নাতে আটক করেছে নেতাজি চৌমুহনি এলাকার কিছু যুবক।
তাদের দুজনকে ইলেকট্রিক জিনিস এবং একটি অটো সহ আটক করে কাঁকড়াবন থানার হাতে তুলে দেয় এলাকার যুবকরা। স্থানীয় জনগণরা দুজনকে আটক করে কাঁকড়াবন থানাতে লিখিত মামলা দায়ের করেন। দুজনের বিরুদ্ধে মামলাটি হাতে পেয়ে কাঁকরাবন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরে পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর আরও তিনজনের সন্ধান পায় পুলিশ।
তারা তিনজনের বাড়ি মেলাঘরে। তারা চুরি যাওয়ার সামগ্রী মেলাঘর নিয়ে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ। আরো বহুবার চুরি করেছে অভিযুক্ত চোরের দল। কাঁকড়াবন থানার ওসি রাজু ভৌমিক বলেন কাঁকরাবন থানা থেকে সিভিল ড্রেসে পুলিশ পঠানো হয় মেলাঘরে, যেখানে চুরি যাওয়া সরঞ্জামগুলি মজুদ রাখা হতো, সেখান থেকে আরও কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা যাবে বলে জানান ওসি।