Wednesday, February 19, 2025
বাড়িখেলাউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ভেন্যুতে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট...

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ভেন্যুতে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ এপ্রিল : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি আর্সেনাল-বায়ার্ন মিউনিখ। ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটিরও। ম্যাচের বল গড়ানোর আগে ম্যাচ ভেন্যুতে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। ছবি পোস্ট করে দেওয়া হয়েছে বার্তা, ‘সবাইকে খুন করা হবে।’


চ্যাম্পিয়ন্স লিগে আইএসের হুমকির খবরটি প্রকাশিত হয়েছে স্পেনের সংবাদমাধ্যম মার্কায়। পরে অন্যান্য মিডিয়াও প্রকাশ করেছে খবরটি। ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের বল গড়াবে। আইএসের হুমকির খবরটি প্রকাশিত হওয়ার পরে তিন দেশের সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।


আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল আজাইম নাশকতা ছড়ানোর বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে। ছবিও পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে কালো পোশাক পরে একে-৪৭ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি। ছবিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির সামনে বিশাল স্টেডিয়াম। পিছনে চ্যাম্পিয়ন্স লিগের চারটি ভেন্যুর নাম লেখা-এমিরেটস স্টেডিয়াম, পার্ক দে প্রিন্সেস, মেট্রোপলিটন অ্যারিনা ও সান্টিয়াগো। এই চারটি স্টেডিয়ামেই সন্ত্রাস ছড়ানোর হুমকি দেওয়া হয়েছে। ছবির ক্যাপশনে লেখা, ‘সবাইকে খুন করা হবে।’


উল্লেখ্য, এমিরেটসে আর্সেনাল-বায়ার্ন মুখোমুখি। বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সামনে ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদ ও ডর্টমুন্ডের ম্যাচ রয়েছে মেট্রোপলিটন স্টেডিয়ামে। পার্ক দে প্রিন্সেসে পিএসজি-র সামনে বার্সেলোনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য