স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : তেলিয়ামুড়া মহাকুমা মহারানীপুরের কপালি টিলায় হাতির আক্রমনে নিহত নিরোধ চৌধুরীর পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন রাজ্য বনদপ্তরের পিসিসিএফ অবিনাশ কানফাডে। প্রশাসনিক নিয়ম মেনে তিনি প্রথম পর্যায়ে ৫০ হাজার টাকা তুলে দেন মৃত ব্যক্তির স্ত্রীর হাতে।
পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী দিনে সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারের জন্য যা যা সহযোগিতা করার প্রয়োজন রয়েছে সেগুলি তিনি করবেন। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় বন্য হাতির আক্রমণে নিহত হয় নিরোধ চৌধুরী নামে ৭০ বছর বয়সী এক প্রবীণের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা স্থলে যায়। কতিপয় উস্কানি দাতার মদতে গ্রামবাসীদের একাংশ বনকর্মী, পুলিশকে আক্রমন করে। এমনকি, সাংবাদিক দেরকেও হেনস্থা করে। ঘটনায় ছয় জন আহত হয়। আহতদের মধ্যে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ, উনার দেহরক্ষী উৎপল রুদ্রপাল, বনদপ্তরের দুই কর্মী, সাংবাদিক হিরণ্ময় রায় সহ অন্যান্যরা। পরে আহতরা সবাই তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পুলিশ, সংবাদিক এবং বন দপ্তরের পক্ষ থেকে মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।