Thursday, May 30, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু পৃষ্ঠা প্রমুখের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু পৃষ্ঠা প্রমুখের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : নিজ বাড়িতে মোটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো ভারতীয় জনতা পার্টি পৃষ্ঠা প্রমুখের। মৃতের নাম অমিত রুদ্র পাল। বয়স ২৭ বছর। তিনি খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ৩৯ নং বুথের পৃষ্ঠাপ্রমুখ ছিলেন।

 ঘটনা রবিবার দুপুর আড়াইটা নাগাদ। সাথে সাথে পরিবারের লোকজন নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে।

কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ রক্ষা হলো না অমিতের। সোমবার মৃত্যুর খবর পেয়ে এলাকার বিধায়ক রতন চক্রবর্তী জিবি হাসপাতালের মর্গে ছুটে আসেন। মৃতের প্রতি শোক জ্ঞাপন করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। লোকসভা নির্বাচনের আগে পৃষ্ঠা প্রমুখের মৃত্যু দলের জন্য অপরনীয় ক্ষতি বলে মনে করছে নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য