স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : সোমবার সকালে রাজধানীর মেহের কালীবাড়ি সংলগ্ন থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয় ৭ রামনগর বিধানসভার কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। বাড়ি বাড়ি পচারে গিয়ে তিনি মানুষকে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের দশ বছরের কাজকর্ম তুলে ধরেন।
পরে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। বিশেষ করে তিনি প্রার্থী হওয়ায় মানুষ ব্যাপক আনন্দিত। আসন্ন নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে। মানুষের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন।