Friday, December 27, 2024
বাড়িরাজ্যজমে উঠেছে সোনামুড়ায় ঈদের বাজার

জমে উঠেছে সোনামুড়ায় ঈদের বাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : ঈদ এবং চৈত্র মাসের কিনা কাটায় জমজমাট হয়ে উঠেছে সোনামুড়া বাজার। এক দিকে যেমন চলছে চৈত্র মাস, অন্য দিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান, আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উলুম ফিতর। ১১ এপ্রিল নতুন চাঁদ দেখার সাথে সাথে পালিত হবে ঈদ উলুম ফিতর।

 ঈদ উপলক্ষ এক দিকে যেমন বাড়ি ঘরে সেমাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা, অন্য দিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন বাজারে, সম্প্রতি সোনামুড়ার ব্যবসায়ীরা বছরে দুইটি উৎসবের জন্য অপেক্ষায় থাকে একটি দুর্গাপুজো অপরটি ঈদ। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে এবারকার বাজার। অনলাইনে কিনাকাটাও তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায়। ঈদ ফিতরে কাপড় কিনা কাটার পাশাপাশি চাহিদা থাকে সেমাই -এরও, বিভিন্ন দোকানের সামনে সেমাইয়ের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। কাপড়ের সাথে সাথে ভালো সেমাইও বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সেমাই বিক্রেতারা। ক্রেতারাও তাদের পরিবারের জন্য কিনা কাটায় ব্যস্ত। সব মিলিয়ে এবার জমজমাট ঈদ এবং চৈত্র মাসের বাজার সোনামুড়ায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য