স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : আচমকা ধর্মনগরে নেশা বিরোধী অভিযানে নামে আবগারি দপ্তর। জানা যায় বৃহস্পতিবার থেকে ধর্মনগরের বিভিন্ন এলাকায় এই নেশা বিরোধী অভিযান শুরু করে আবগারি দপ্তর।
শনিবার দুপুরে বাগবাসা থানার অন্তর্গত গঙ্গানগর ৬ নং ওয়ার্ড এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় আবগারি দপ্তরের কর্মীরা। আবগারি দপ্তরের অফিসার অভিজিৎ দেববর্মার নেতৃত্বে চলে এই অভিযান। এইদিন এলাকার ৬ টি বাড়িতে অভিযান চালিয়ে দেশি মদ তৈরির বিভিন্ন সামগ্রী সহ ১৭ লিটার দেশি মদ নষ্ট করে আবগারি দপ্তরের কর্মীরা। দপ্তরের অফিসার অভিজিৎ দেববর্মা জানান বেশ কিছুদিন ধরে জেলা আবগারি দপ্তরের পক্ষ থেকে দেশি মদ বিরোধী অভিযান শুরু করা হয়েছে।