Friday, December 27, 2024
বাড়িরাজ্যভোট প্রচারে রাজ্যে আসতে চলেছে সর্বভারতীয় কংগ্রেসের স্টার ক্যাম্পেনার্স

ভোট প্রচারে রাজ্যে আসতে চলেছে সর্বভারতীয় কংগ্রেসের স্টার ক্যাম্পেনার্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : ৩০ লক্ষ সরকারি চাকরি, অগ্নিপথ কর্মসূচি বাতিল, সংরক্ষণ বৃদ্ধির সহ একাধিক সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ইস্তাহার প্রকাশ করেছে কংগ্রেস। তারপরই রাজ্যে রাজ্যে যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছে কংগ্রেসের স্টার ক্যাম্পেনার্স। দলের সর্বভারতীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা আগামী দিনে ত্রিপুরার ভোট প্রচারে আসার প্রস্তুতি নিয়েছেন। দেশের প্রথম সারির নেতৃত্ব তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কার গান্ধী বাদরা, কে.সি বেনুগোপাল সহ ৪০ জনের তারকার নাম প্রকাশ হয়েছে। তারা আগামী কয়েকদিনের মধ্যেই ভোট প্রচারে আসবেন রাজ্যে।

পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের সিপিআইএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং -কে সমর্থন করতে ভোট প্রচারে আসবেন। ভোট প্রচারে এসে জনগণের কাছে কংগ্রেসের প্রতিশ্রুতি গুলি তুলে ধরবেন তাঁরা। বিশেষ করে দেশ থেকে বিজেপি -কে হটাতে কোন সুযোগ হাতছাড়া করতে চাইছে না ইন্ডিয়া জোট। দলীয় সূত্রে জানা যায় ইতিমধ্যে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনু গোপাল দ্বারা প্রকাশিত তারকার তালিকা অনুযায়ী ভোট প্রচারে নামতে সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে তাদের সমর্থনে গুরু দায়িত্ব পালন করবে প্রধান বিরোধী দল সিপিআইএম। তবে কবে নাগাদ তারা আসতে চলেছে তার কোন দিনক্ষণ এখনো পাওয়া যায়নি।\

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য