Friday, December 27, 2024
বাড়িরাজ্যবিজেপি -র ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

বিজেপি -র ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও পালন করা হয় বিজেপি -র ৪৪ তম প্রতিষ্ঠা দিবস। প্রদেশ বিজেপি কার্যালয়ে এইদিন বিজেপির প্রতিষ্ঠা দিবসটি পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা।

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ১৯৮০ সাল থেকে ত্রিপুরা রাজ্যে বিজেপির কাজ শুরু হয়েছিল। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। বিজেপির কর্মীরা নিষ্ঠার সাথে কাজ করেছে বলে বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। বিজেপি দল কার্যকরতাদের দল। তিনি আরও বলেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দুইটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য