স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : শনিবার থেকে শুরু হয়েছে ইভিএম কমিশনিং। চলবে রবিবার পর্যন্ত। উমাকান্ত একাডেমির গণনা কেন্দ্রে ইভিএম মেশিনগুলো পরীক্ষা করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ইভিএম মেশিনগুলো পরীক্ষা নীরিক্ষা করে সিল করে দেওয়ার কাজ শুরু হয়।
আগামী নয় এপ্রিল থেকে শুরু হবে ৮৫ ঊর্ধ্ব ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ। রাজ্যে নির্বাচনে মোট ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। ইভিএম কমিশনিং -এ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। তিনি জানান ইভিএম ও ভিভি প্যাডের কমিশনিং রবিবারের মধ্যে শেষ করা হবে। তারপর ইভিএম ও ভিভি প্যাড ভোট কেন্দ্রের জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রায় ১ হাজার ইভিএম মেসিন রয়েছে। তার মধ্যে ৭৯৩ টি পোলিং স্টেশনের জন্য। প্রায় ২৫ শতাংশ ইভিএম রিজার্ভে রাখা হবে।