Saturday, July 27, 2024
বাড়িরাজ্যগণনা কেন্দ্র পরিদর্শন করতে গেলেন পূর্ব ত্রিপুরা পূর্ব ত্রিপুরা আসনের পুলিশ অবজারভার

গণনা কেন্দ্র পরিদর্শন করতে গেলেন পূর্ব ত্রিপুরা পূর্ব ত্রিপুরা আসনের পুলিশ অবজারভার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : আসন্ন লোকসভা ভোটে ঊনকোটি জেলার কন্ট্রোল রুম এবং গণনা কেন্দ্র পরিদর্শন করতে গেলেন পূর্ব ত্রিপুরা পূর্ব ত্রিপুরা আসনের পুলিশ অবজারভার তথা পুলিশ পর্যবেক্ষক আই.পি.এস ড: মিস জেড, এনি বিজয়া। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের রাধা কিশোর ইনস্টিটিউশন তথা আর.কে.আই স্কুলে বৃহস্পতিবার অবজারভার ড. মিস জেড. এনি বিজয়া এসে এগুলি পরিদর্শন করেন।

পরিদর্শন কালে অবজারভারের সাথে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাংগীর, ঊনকোটি জেলার দুই অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা ও দশরথ দেববর্মা সহ জেলার আরও অন্যান্য আধিকারিক। অবজারভার ড. মিস জেড. এনি বিজয়াকে আর.কে.আই স্কুলের সমস্ত কক্ষ ঘুরে দেখেন। কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার জানান, ঊনকোটি জেলার অধীনে ৫০ পাবিয়াছড়া, ৫১ ফটিকরায়, ৫২ চন্ডীপুর এবং ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো আর.কে.আই স্কুলে থাকবে। তাছাড়া জেলার চারটি বিধানসভা কেন্দ্রের গননাও আর.কে.আই স্কুলে হবে। আর.কে.আই স্কুলের ভিতরে আলাদা আলাদা ভাবে চারটি ভাগ করা হয়েছে এবং চারটি ভাগে চারটি বিধানসভার ইভিএম গুলো থাকবে। তাছাড়া আর.কে.আই স্কুলের ভিতর এবং বাইরে পুরোপুরি সি.সি ক্যামেরার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান মহকুমাশাসক প্রদীপ সরকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য