Friday, December 6, 2024
বাড়িরাজ্যনির্বাচনের আগে কংগ্রেসের গুরুতর অভিযোগ

নির্বাচনের আগে কংগ্রেসের গুরুতর অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : আসন্ন লোকসভা ও উপনির্বাচনে আর.ও এবং সিও -র গুরুতর অভিযোগ তুললো প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইটপ্ল্যাঙ। তিনি বলেন, শাসক দল বিজেপি বিভিন্নভাবে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন করে চলেছে।

নির্বাচন কমিশন কোন গুরুত্ব দিচ্ছে না। এবং অভিযোগ জানানোর জন্য রাজ্যের নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিকদের সাথে দেখা করতে চাইলে দেখা করার সুযোগ পর্যন্ত মিলছে না। কিন্তু এই সুযোগ নিয়ে কংগ্রেসের ফ্ল্যাগ, ফেস্টুন খুলে বিজেপি দলের ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হচ্ছে। এর বিরুদ্ধে সি ও -র কাছে লিখিত অভিযোগ জানানো হলে তিনি প্রমাণ চেয়েছেন। কিন্তু সিও -র দায়িত্ব সেই জায়গার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে যুব মোর্চার কর্মীদের সনাক্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করা বলে জানান তিনি। তিনি আরো অভিযোগ তুলে বলেন বিজেপি জন্য দেশের লোকতন্ত্রের হত্যা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য