স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : লোকসভা নির্বাচনকেও পরোয়া করছে না গাঁজা পাচারকারীরা। বুকের ছাতা ফুলিয়ে গাঁজা পাচার করার চেষ্টা করছে। অভিযানে নেমে সফলতা মিলছে পুলিশের। গোপন খবরের ভিত্তিতে জিআরপি পুলিশ আগরতলা বাধারঘাট রেল স্টেশনে দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
জিআরপি ওসি জানান, পুলিশ গোপন খবর পেয়ে আগে থেকে রেল স্টেশনের লোডিং, আনলোডিং -এর জায়গায় উৎপেতে বসেছিল। দুজন যুবক পার্সেল অফিসের সামনে দিয়ে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ তাদের আটক করে ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২২ কেজি শুকনো গাঁজা। বিহারের পুরুষোত্তমপুরের বাসিন্দা কোন্দন রায় এবং সোনামুড়া বড় পাথর এলাকার বাসিন্দা মফিস মিয়াকে আটক করে পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা নিয়ে আদালতে সোপর্দ করবে বলে জানান ওসি।