স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : চুরির ঘটনার তদন্ত নেমে আরও এক চোরকে আটক করতে সক্ষম হলেও পশ্চিম আগরতলা থানা পুলিশ।গত ১৭ মার্চ রাজধানীর গান্ধীঘাট চৌমুহনি এলাকা থেকে চুরি হয় একটি মারুতি গাড়ি। গাড়ির মালিক পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে পুলিশ।
পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অর্জুন দাস নামে এক চোরকে প্রথমে আটক করে। পরবর্তী সময় তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে শংকর সরকার নামে আরও এক কুখ্যাত চোর এই ঘটনায় জড়িত রয়েছে। পুলিশ বুধবার রাত আড়াইটার নাগাদ শংকর সরকারকে রাজধানীর ওএনজিসি সংলগ্ন এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী একটি মামলা হাতে নিয়েছে। তার সাথে আরো অনেকে জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ।