স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : আগামী শিক্ষাবর্ষ থেকে সখীচরণ বিদ্যানিকেতন ইংরেজি মাধ্যম করা হবে। সোমবার রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। রাজ্য সরকারের স্লোগান হলো এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস।
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হলে গুণগত শিক্ষা সবার আগে প্রয়োজন। আর গুনগত শিক্ষার জন্য সরকার ১০০ টি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে নিয়ে এসেছে। যাতে গরিব ঘরের ছেলে মেয়েরাও স্কুলে গিয়ে শিক্ষাক্ষেত্রে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পাবে। এর জন্য সরকার বদ্ধপরিকর। এন সি ই আর টি কারিকুলামে পড়ার জন্য রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে একসাথে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পূর্বে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে এসে বলতে হতো তাদের মিছিল আছে তারা মিছিলে যেতে হবে। কিন্তু বর্তমানে কোন শিক্ষক-শিক্ষিকাকে স্কুলে এসে বলতে হয়না তাদের মিছিলে যেতে হবে। আরো বলেন, সরকার রাজ্যে ১৩৫ টি স্কুলে ভোকেশনাল কোর্স চালু করেছে। আরো স্কুলে করা হবে। ছাত্র-ছাত্রীদের জন্য সুপার থার্টি চালু করা হয়েছে। প্রতি ব্যাচের জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। ৮৮ টি স্কুলে পি- প্রাইমারি কোর্স চালু করা হয়েছে। সুতরাং সরকার গুণগত শিক্ষার জন্য এধরনের একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির ঘুরে দেখেন মন্ত্রীর রতন লাল নাথ। এবং রক্তদানে এগিয়ে আসার ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান মন্ত্রী। অনুষ্ঠানে এই দিনে এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।