স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : সম্প্রতি বিরোধী দলের রাজনৈতিক কর্মকান্ডের উপর শাসক দলের বর্বোরোচিত আক্রমণের ফলে ত্রিপুরার গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা আবারো ধ্বংস হতে চলেছে। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর পঞ্চায়েত, পৌর সভা নির্বাচন, লোকসভা নির্বাচন হতে শুরু করে সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে বিরোধীদের গতি রোধ করার জন্য দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিরোধীদের উপর আক্রমণ, মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এককথায় অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী নীতির দিকে কোনো কোনো ক্ষেত্রে অতীতের বাম আমলেও বর্তমান শাসক বিজেপি পেছনে ফেলে দিচ্ছে।
আমরা বাঙালির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হচ্ছে। সোমবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল। গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলগুলির সমস্ত ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার দিতে হবে। অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে সংঘটিত বিরোধীদলের কর্মকান্ডের উপর আক্রমণকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সংঘটিত বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে শাসকদলের আক্রমণ বন্ধ করতে হবে বলে দাবি জানান তিনি। আরো বলেন এ ধরনের হামলা হুজ্জুতির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।