স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : বিজ্ঞানের কল্যাণের জন্য মানুষ নয়, মানুষের কল্যাণের জন্য বিজ্ঞান। তাই বিজ্ঞান মানুষের কাছে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। সোমবার জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে সুকান্ত একাডেমিতে ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সাইন্স এন্ড টেকনোলজি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
তিনি জানান, জৈবিক ফার্মের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করার দিকে সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়ে চলেছে। ত্রিপুরার সাথে বিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ জগদীশচন্দ্র বসু ত্রিপুরার সাথে সুসম্পর্ক ছিল। তাই বিজ্ঞানকে কাজে লাগিয়ে ত্রিপুরার বিভিন্ন ব্যবস্থাপনা এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকার বিজ্ঞানকে গ্রামে নিয়ে যেতে চেষ্টা করছে। কারণ গ্রামে এখনও অন্ধ বিশ্বাস রয়েছে। তাই মানুষের মধ্যে বিশ্বাস গড়ে তুলতে বিজ্ঞানকে গ্রামে নিয়ে যেতে হবে। তাই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান তিনি। আরো বলেন, সরকার বিজ্ঞান চর্চাকে নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী।
জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনের মধ্যে রয়েছে জনসাধারণের বক্তৃতা, বিজ্ঞানের চলচ্চিত্র, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞানের থিম, ধারণা এবং আরও অনেক কার্যক্রমের উপর ভিত্তি করে ইভেন্ট। এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি বি কে সাউ, প্রধান অতিথি রাম কৃষ্ণ দাস সহ অন্যান্যরা। এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সুকান্ত অ্যাক্যাডেমি অডিটোরিয়ামে গ্যালারি পরিদর্শন করেন। সেখানে বিজ্ঞান দিবসের বিভিন্ন ইভেন্টের সিভি রমন -এর ব্যানার সহ বিজ্ঞান চর্চিত বুক স্টল গুলো ঘুরে দেখেন। জাতীয় বিজ্ঞান দিবস এর তাৎপর্য তুলে ধরেন।