Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপশ্চিমবঙ্গে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : সন্ত্রাসের দিকে সিপিআইএমের কার্বন কপি তৃণমূল কংগ্রেস। বিকৃত সংস্কৃতি হয়ে উঠেছে তাদের। নির্বাচন আসলেই তারা সন্ত্রাস সৃষ্টি করে। কিন্তু ত্রিপুরায় শান্তির পরিবেশ বজায় আছে। সেখানে সবকটি রাজনৈতিক দলের পতাকা উড়ছে।

 উৎসবের মেজাজে হবে লোকসভা নির্বাচন। বুধবার পশ্চিমবঙ্গের প্রদেশ বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের হয়ে ভোট প্রচারে গিয়ে এই কথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে এদিন পশ্চিমবঙ্গের মাটিতে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী আরো বলেন এবার ৪০০ আসন পার হবে, আগামী দিন পশ্চিমবঙ্গের চেহারা বদলে যাবে। বিগত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ২২ টি আসনে জয় পেয়েছিল বিজেপি। এবার ফলাফল অত্যন্ত ভালো হবে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।

পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বিজেপি মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে মনোনয়ন পত্র দাখিল অনুষ্ঠানে অংশ নেন। বালুরঘাট থেকে মনোনয়ন পত্র দাখিল অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শ্রী সাহা। জানা যায় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারের দায়িত্বে রয়েছেন। তিনি সেখানে ঝড়ু পচার তুলতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য