স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে খোয়াই -এ এক রোড শো হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা।
এই দিন সকালে মন্ডল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সুভাষ পার্ক, বন কর, লাল ছড়া হয়ে আবার মন্ডল কার্যালয় এসে রেলিটি শেষ হয়। পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে টার্গেট দিয়েছেন ৩৭০ আসনের।যদিও বিজেপি দলের সাথে অন্যান্য শরিক দল মিলিয়ে ৪০০ -এর অধিক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসছেন বলে জানান। মুখ্যমন্ত্রী বলেন ভোট প্রচারে বের হয়ে তিনি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। আগামী ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।