স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খোঁজখবর নিলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের। জানা যায়, রবিবার সাতসকালে কমলাসাগর বিধানসভার অন্তর্গত লেম্বুতলী, চাম্পামুড়া সহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়ে যায় মানুষের বাড়ি ঘর। ব্যাপক ক্ষতি হয় মানুষের বাড়ি ঘরের। ঝড়ের দাপটে উরে যায় বহু বাড়ি ঘরের ছাউনি।
নিঃস্ব হয়ে পরে বহু পরিবার। সোমবার সকালে লেম্বুতলী এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর গুলি সরজমিনে ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এইদিন কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে। এই দিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড়ের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এইদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ঝড়ে বাড়ি ঘরের ক্ষতি হওয়ার বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন। টিভির পর্দায় তিনি যা দেখেছেন, তার থেকে অনেক বেশি বাস্তবে ক্ষতি হয়েছে। মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য। ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সরকারি ভাবে যতটা সম্ভব সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।