স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : ১ এপ্রিল প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার উনার বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে এইদিন রক্তদান শিবির শুরুর পূর্বে প্রয়াত বিধায়কের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান।
শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্যে এমন কোন ব্যক্তি নেই যিনি দিলিপ সরকারের নাম শুনেন নি। একজন জন নেতার মধ্যে যে সকল গুণাবলি থাকা প্রয়োজন, সেই সকল গুণাবলি প্রয়াত বিধায়ক দিলিপ সরকারের মধ্যে ছিল। প্রয়াত দিলিপ সরকার বাধারঘাট বিধানসভা এলাকায় নিজের মতো করে সংগঠন সাজিয়েছিলেন। তিনি নিজের জায়গা বিক্রয় করে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন। এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।