স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : তৃষ্ণা অভয়ারণ্যের দলছুট বাইসনের আতঙ্কে গৃহবন্দি কাঠালিয়া উত্তর মহেশপুর গ্রামের মানুষ। বাইসনটি গত কয়েকদিন আগে তৃষ্ণা অভয়ারণ্যের সীমানা অতিক্রম করে লোকালয়ে এসে পড়েছে। ছোটাছুটি করছে মানুষের বাড়ির আশেপাশে। বনদপ্তরের কর্মীরা এসে পেছনে পেছনে বাইক নিয়ে দৌড়ঝাঁপ করছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে মাইকিং করা হচ্ছে। উন্মুক্ত বাইশনটি বিভিন্ন এলাকায় দৌঁড়ঝাপ শুরু করেছে।
বন দপ্তরের অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বন কর্মীদের খামখেয়ালিপনার কারণেই তৃষ্ণা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে দিশাহীন হয়ে এসেছে লোকালয়ে এসেছে বাইসনটি। শুধু এবারই নয়, বিগত বছর গুলিতেও দেখা গেছে এক এক করে সংরক্ষিত বনাঞ্চল থেকেই দুটি বাইসন দিশাহীন হয়ে লোকালয় আসার পর বন্য শিকারিরা হত্যা করে মাংস বিক্রি করেছিল। শেষ পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর হদিস পাওয়া গেল ব্যর্থতার পরিচয় দিয়েছিল বনদপ্তরের কর্মীরা। যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ জানিয়েছেন মানুষ যাতে সতর্ক থাকে তার জন্য সতর্ক করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বাইসনটি আটক করে তৃষ্ণা অভয়ারণ্যে তুলে দেওয়ার চেষ্টা চলছে। ওসি জানান, গ্রামবাসীরা বাইসনের পেছনে ধাওয়া করায় এটি আরো বেশি উত্তপ্ত হয়ে উঠছে। তাই এটি শান্ত রেখে বনাঞ্চল পাঠানোর জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।