Sunday, September 8, 2024
বাড়িরাজ্যভোট প্রচারে গেলেন ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং

ভোট প্রচারে গেলেন ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : পুর্ব ত্রিপুরা সংরক্ষিত সংসদীয় আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং -কে জয়ী করার আহ্বানে সাব্রুম মহকুমার প্রচারে যান ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং। ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং রবিবার সকালে প্রথমে ৩৯ মনু বিধান সভা কেন্দ্রের মনুবনকুল থেকে রোড শো এবং পরে পথ সভার মাধ্যমে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করেছেন।

 প্রার্থীর সাথে সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিট্যুর নেতা বিপ্লব স্যানাল ও সি পি আই এম নেতা চিত্তরঞ্জন বসাক সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। তাদের নিয়ে বনকুল থেকে বাইক মিছিলের মাধ্যমে লুধুয়া, বৈষ্ণবপুর ও সাব্রুম বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাব্রুমে এসে এক পথ সভায় মিলিত হন প্রার্থী রাজেন্দ্র রিয়াং। তিনি বলেন, মানুষের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষ বর্তমান সরকারের পাশে নেই। শান্তি সম্প্রীতি স্বার্থে মানুষ ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চাইছে বলে জানান তিনি। এদিকে পথসভায় তিনি বক্তব্য রেখে বলেন, জনগণ যাতে তাঁকে জয়যুক্ত করে। জয় যুক্ত হলে দিল্লিতে গিয়ে রাজ্যের শোষিত, বঞ্চিত, গরিব মানুষের স্বার্থে কথা বলবেন বলে জানান। বিশেষ করে দেশে যে সরকার চলছে সেই সরকার একটা টানাসহী সরকার। তারা সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র মানে না। তাই এ সরকারের পতন ঘটিয়ে নতুন একটা সরকার প্রতিষ্ঠিত করে সংবিধান রক্ষা করতে এবং গণতন্ত্র ও ধর্মনিতা আরো বেশি শক্তিশালী করতে সংকল্পবদ্ধ ইন্ডিয়া জোট বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য