স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনিত প্রার্থী কৃতী সিং দেববর্মার সমর্থনে রবিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কৈলাসহর পুর পরিষদের চৌদ্দ নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচার যান মন্ত্রী টিংকু রায়।
সঙ্গে ছিলেন চৌদ্দ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দও, বিজেপি নেতা মিলন দাস, প্রশান্ত দে সহ আরও অন্যান্য নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত দশ বছরে দেশে কি কি কাজ করেছেন এবং ত্রিপুরা রাজ্যে বিগত ছয় বছর বিজেপি সরকার কি কি কাজ করেছে সেগুলো লিফলেটে ছাপিয়ে বাড়ি বাড়ি বিলি করেন মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী টিংকু রায় জানান, কৈলাসহর পুর পরিষদের চৌদ্দ নং ওয়ার্ডের বাঁধের পাড় এলাকায় বহু পরিবারের বসবাস। ভোট প্রচারে বের হয়ে তাদের সাথে কথা হয়েছে। প্রতিটি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসাধারণ সাড়া পাওয়া গেছে। লোকসভা ভোটে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়লাভ করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষামাত্র বলেও জানান মন্ত্রী টিংকু রায়।