স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : রবিবার সকলে রাবার বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা উদয়পুর রাজনগর এলাকার এক রাবার বাগানে।
মৃত ব্যক্তির নাম শ্যামল দেবনাথ (৪৮)। পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বাড়ির লোকজনদের। সকলে উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার।