স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : সেক্টর অফিসারের কাজের অনিয়মের অভিযোগ তুলে বিলোনিয়া ভায়া বড়পাথরী রোডে পথ অবরোধ করলো ভারতীয় জনতা পার্টির কর্মীরা। বিলোনিয়া মন্ডল নেতা পার্থ চৌধুরী ও বিজন মজুমদার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অভিযোগ তুললেন নির্বাচনী সেক্টর অফিসার নাকি নির্বাচনী প্রচার সজ্জা দলীয় পতাকা খুলে নিয়ে যাচ্ছে।
তাদের বক্তব্য নির্বাচনী গাইড লাইন মেনে লোকসভা নির্বাচনের প্রচার-সজ্জা হচ্ছে। তারপরেও নির্বাচনের সেক্টর অফিসার সুনিত বাবু এভাবে শাসক দলের বিরুদ্ধে কাজ করছে। ব্যক্তিগত জমিতে পর্যন্ত পচারসজ্জা লাগাতে দিচ্ছেন না সেক্টর অফিসার। খবর দেওয়া হয় সেক্টর অফিসারকে। দীর্ঘক্ষণ অবরোধ চললেও সেক্টর অফিসার তাদের সাথে দেখা করতে আসেননি বলে অভিযোগ। তাই পথ অবরোধে শামিল হয়েছে তারা। খবর পেয়ে অবরোধ স্থলে বিলোনিয়া মহাকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশ ও টিএসআর জওয়ানরা ছুটে যায়। তারা যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।