স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে দেওরাছড়া এডিসি ভিলেজের এক নং ওয়ার্ড এলাকায় একটি মাত্র টিউবওয়েলের উপর গোটা গ্রাম নির্ভর ছিলো। কিন্তু সেই টিউব ওয়েলটি পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ মেরামত না করার ফলে দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের তীব্র অভাব চলছে।
গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত সচিব ও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের জানানোর পর দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করলেও গ্রামবাসীদের নিয়মিত ভাবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হচ্ছে না বলে গ্রামবাসীর অভিযোগ। কিন্তু ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের মূল শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দেওরাছড়া এডিসি ভিলেজের এক নং ওয়ার্ড এলাকাটি অবস্থিত।
গ্রামবাসীরা গ্রামে পানীয় জলের সমস্যা সম্পর্কে বলতে গিয়ে প্রকাশ্যেই জানান, বিগত দুই আড়াই বছর পূর্বে টিউবওয়েলটি নষ্ট হবার পর গ্রামে পানীয় জলের তীব্র সংকট শুরু হয়। গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েতের সচিবকে কয়েকবার বলার পরেও পঞ্চায়েতের পক্ষ থেকে টিউব ওয়েলটি সংস্কার করে না দেওয়ায় গ্রামবাসীরা তৎকালীন সময়ে পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকের দারস্থ হয়। দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যতদিন না পর্যন্ত টিউবওয়েল সংস্কার করবে কিংবা নতুন ভাবে নির্মান করা হবে, ততোদিন পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে নিয়মিত পানীয় জল সরবরাহ করা হবে। প্রথম কিছু দিন নিয়মিত ভাবে প্রতিদিন সংশ্লিষ্ট এলাকায় গাড়ি দিয়ে পানীয়জল পর্যাপ্ত পরিমাণে দিলেও বিগত কিছু দিন ধরে নিয়মিত ভাবে গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহ করা হচ্ছে না। দুই দিন কিংবা তিন দিন পর পর গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। গ্রামবাসীরা আরও গুরুতর অভিযোগ করেন, দুই দিন কিংবা তিন দিন পর পর সংশ্লিষ্ট এলাকায় গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহ করা হলেও গ্রামবাসীদের পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হচ্ছে না বলেও জানান। স্থানীয়দের দাবি দ্রুত পানীয় জল সঠিকভাবে সরবরাহ দেখে যাতে সংশ্লিষ্ট দপ্তর গুরুত্ব দেয়।