Saturday, July 27, 2024
বাড়িরাজ্যচা বাগান প্রতিনিধিদের নিয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক

চা বাগান প্রতিনিধিদের নিয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ :  

ভারতীয় জনতা পার্টি প্রদেশ টি সেলের উদ্যোগ চা বাগান প্রতিনিধিদের নিয়ে শনিবার এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ আরো অন্যান্যরা। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বর্তমান সরকার ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর একাধিক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে রাজ্যের চা শিল্পের উন্নয়ন ঘটাতে চাইছে।

 বিশেষ করে শ্রমিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করা হয়েছে। শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রাধিকার দিতে আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করা ও জমির পাট্টা দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রমিকদের চাঁদার জুলুমবাজি থেকে মুক্তি দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা উপকৃত হয়েছে বলে জানান তিনি। আরো বলেন, চা বাগান প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার মূল উদ্দেশ্য হচ্ছে ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন। এই দুই আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য এইদিন চা বাগান প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য