Friday, July 26, 2024
বাড়িরাজ্যমাইক্রো অবজারভারদের নিয়ে প্রশিক্ষণ শিবির

মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশিক্ষণ শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ :  রাজ্যে দুই দল হয় ২ আসনে অনুষ্ঠিত হবে লোকসভায় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের উদ্যোগে শনিবার নির্বাচনের কাজে নিযুক্ত মাইক্রো অবজারভারদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন জেনারেল অবজারভার বিবেক এল ভিমানসর সহ অন্যান্য আধিকারিকরা। প্রশিক্ষণ শিবিরে আলোচনা করতে গিয়ে জেনারেল অবজারভার বিবেক এল ভিমানসর বলেন জাতীয় নির্বাচন কমিশন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন একার পক্ষে তা সম্ভব নয়। তাই জাতীয় নির্বাচন কমিশন তাদের প্রতিনিধি হিসাবে প্রতিটি লোকসভা আসনের জন্য জেনারাল অবজারভার নিয়োগ করে। কিন্তু জেনারেল অবজারভারের পক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। তাই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়। কোন পোলিং স্টেশনে পুনঃভোটের দাবি উঠলে তা নির্ভর করে মাইক্রো অবজারভারদের রিপোর্টের উপর। তাই মাইক্রো অবজারভারদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য