স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : কৈলাসহর থানা এলাকায় ঘটে গেল এক পাশবিক লালসা মেটানোর ঘটনা। ৫০ বছর বয়সী মহিলাকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত দয়াল লায়েককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা কৈলাসহর থানাধিন গোলকপুর এডিসি ভিলেজ এলাকায়। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এলাকায় গানের অনুষ্ঠান চলছিলো।
নির্যাতিতার বাড়ির অন্য সদস্যরা সকলে অনুষ্ঠানে ছিলেন। বাড়িতে একাই ছিলেন ঐ মহিলা। অভিযোগ মহিলার একাকীত্বের সুযোগ নিয়ে ঘরে প্রবেশ করে মহিলাকে ধর্ষন করে ২৫ বছরের যুবক দয়াল। মহিলার বাড়ির লোকজন বাড়িতে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন। তখন অভিযুক্ত দয়াল লায়েক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়ির লোকজন সহ স্থানীয়রা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখে। শুক্রবার ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত ও নির্যাতিতা উভয়েই চা বাগান শ্রমিক। শুক্রবার কৈলাশহর মহিলা থানার পুলিস অভিযুক্তকে আদালতে সোপর্দ করে।