স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : জিরানিয়া থানার অন্তর্গত ভদ্র মিসি পাড়া এলাকায় এক সংখ্যা লঘু পরিবারের উপর প্রানঘাতি হামলা চালায় এক দল দুষ্কৃতি। এতে আহত হয় পরিবারের এক বয়স্ক ব্যক্তি সহ এক মহিলা। আহত ব্যক্তির নাম আবুতাহার মিয়া, বয়স ৭৫ বছর। আহত আবু তাহার মিয়ার ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ভদ্র মিসি পাড়ার বাসিন্দা রাজিব দেববর্মা ও রাকেস দেববর্মার নেতৃত্বে দুষ্কৃতিরা কিছু দিন পর পর তাদের বাড়িতে আক্রমণ চালায়।
কিছুদিন পূর্বে অভিযুক্তরা তাদের একটি জায়গা জোর পূর্বক দখল করে নেয়। পরবর্তী সময় পুলিশ সেই জায়গা দখল মুক্ত করে দেয়। সম্প্রতি তারা তাদের একটি জায়গা বিক্রয় করে ১০ লক্ষ টাকা। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতিরা তাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির মহিলা থেকে পুরুষ কেউই রক্ষা পায়নি দুষ্কৃতিদের হাত থেকে। বিশেষ করে বাড়িতে থাকা আবু তাহার মিয়ার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। এতে গুরুতর ভাবে আহত হন আবু তাহার মিয়া। দুষ্কৃতিরা বাড়ি থেকে জায়গা বিক্রির ১০ লক্ষ টাকা নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর আবু তাহার মিয়াকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন আবু তাহার মিয়া। আহত ব্যক্তির ছেলে জানায় তারা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে।