Friday, February 7, 2025
বাড়িরাজ্যমহারাজার বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পড়ে থানসার নাম নিয়ে শোষণ শুরু করেছে :...

মহারাজার বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পড়ে থানসার নাম নিয়ে শোষণ শুরু করেছে : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ :  ত্রিপুরা রাজ্যের ১৪ শত বছরের সামন্ত প্রভুরা শোষণ করেছে। এর নিদর্শন রয়েছে উজ্জয়ন্ত প্রাসাদ এবং নীরমহল। এই মহারাজারা আদিবাসি মায়ালে গিয়ে খাজনা চাইতেন। সেই মহারাজার বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পড়ে থানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও তাদের সেই শোষণ আবার শুরু করেছে। বৃহস্পতিবার তিন বীরাঙ্গনা কুমারী, মধুতী, রুপশ্রী দেববর্মার শহীদান দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজধানীর মেলারমাঠ স্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে সিপিআইএম কর্তৃক আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শহীদ বীরাঙ্গনার প্রতি পুস্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব।

এই তিন বীরাঙ্গনা ১৯৪৯ সালের ২৮ মার্চ ত্রিপুরার বুকে সামন্ত রাজার শাসনে রাজ্যে প্রচলিত অমানবিক তিতুন প্রথার বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। কিন্তু সেই অমানবিক পরিস্থিতি বর্তমানে আবারও সৃষ্টি হয়েছে রাজ্যে। বিজেপি সাথে রাজ্যের একটি সাম্প্রদায়িক ও একনায়ক দল হাত ধরাধরি করে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েও মানুষকে শোষণ করার জন্য রাস্তায় নেমেছে। এবং তারা আজকে গণতান্ত্রিক ব্যবস্থার ভোটেও দাঁড়াচ্ছে।

তাই আসন্ন সর্বোচ্চ নির্বাচনে সামন্ত প্রভু বংশধরদের এবং তার সহযোগী কর্পোরেট লেহনকারী ভারতীয় জনতা পার্টিকে ঐক্যবদ্ধ ভাবে হারাতে হবে বলে জানান জিতেন্দ্র চৌধুরী। এদিকে কুমারী – মধুতী – রূপশ্রী দেববর্মার ৭৫ তম শহীদান দিবসের আহবানে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমার কমিটির পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর টিআরটিসি -র সামনে থেকে এই কর্মসূচির মাধ্যমে আসন্ন লোকসভা এবং ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনে বাম ধর্ম নিরেপেক্ষ দল সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এক মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত। বিপন্ন সাধারণ মানুষের জীবন যাপন। দেশের সংবিধান পদদলিত। মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আর এই পরিস্থিতি যে বিজেপি সরকারের কারণে সৃষ্টি হয়েছে তাদের আসন্ন লোকসভা এবং উপনির্বাচনে একটিও ভোট না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন নারীদের উপর নির্যাতন বেড়ে চলেছে। সরকারের এদিকে কোন ধরনের ভূমিকা নেই। তাই এই বিজেপি সরকারকে দেশের ক্ষমতা থেকে সরাতে হবে। ত্রিপুরার দুটি লোকসভা আসনে এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আহ্বান জানান রমা দাস। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য