স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ মার্চ : ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকামুখের ঝলক, এদেশে নতুন নয়। লোকসভা ভোট দুয়ারে কড়া নাড়তেই বড় চমক! একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনা শিবিরে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা অভিনেতা গোবিন্দা। সূত্রের খবর, বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’কে প্রার্থীও করছে শিব সেনা।
কোন কেন্দ্র থেকে লড়বেন গোবিন্দা? জানা গিয়েছে, উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিব সেনার টিকিটে নির্বাচনে লড়বেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। উল্লেখ্য, ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড মার্জিনে জিতেছিলেন গোবিন্দা। যদিও বছর খানেকের মধ্যে রাজনৈতিক মোহভঙ্গ হয় তাঁর। ফিল্মি কেরিয়ার বাঁচাতে সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরত্ব বাড়ান অভিনেতা। তবে এবার ফের একবার নির্বাচনী লড়াইয়ে ‘হিরো নম্বর ওয়ান’। এবার অবশ্য শিবির আলাদা। গোবিন্দা শিব সেনার হয়েই লড়বেন বলে শোনা যাচ্ছে।
বৃহস্পতিবারই বালাসাহেব ভবনে এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনা পার্টিতে যোগ দিলেন গোবিন্দা। রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণের খবর নতুন নয়! এযাবৎকাল বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে দেশবাসী। সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। অনেকেই ভোটে জিতে রাজ্যসভা ও লোকসভাতে গিয়েছেন। অমিতাভ বচ্চনের যদিও বছর তিনেকের মধ্যেই রাজনৈতিক মোহভঙ্গ হয়েছিল তবে আজও স্বমহিমায় লড়ে যাচ্ছেন হেমা-জয়ারা। এবার ফের নতুন করে রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন গোবিন্দা।