Friday, February 14, 2025
বাড়িরাজ্যটিকিট কাউন্টার খুললো না, বিনা টিকিটে রওনা হল যাত্রীরা

টিকিট কাউন্টার খুললো না, বিনা টিকিটে রওনা হল যাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ :  গন্তব্যের উদ্দেশ্যে রেল রওনা হলেও টিকিট কাউন্টার খুললো না, বিনা টিকিটে রওনা হল যাত্রীরা। এদৃশ্য ধরা পড়ে বুধবার। আগরতলার বাধারঘাট স্থিত রেল স্টেশনটি রেল কর্মীদের চরম গাফিলতির কারণে সরকারি কোষাগার ফাকা হওয়ার অন্যতম উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করছে যাত্রীরা।

 জানা যায়, প্রত্যেকদিনের ন্যায় বুধবারও ভোর ৫ টা ২৫ মিনিটে রাজধানী আগরতলা বাধারঘাট স্টেশন থেকে উদয়পুরের একটি ডেমু ট্রেন যাওয়ার কথা ছিল। সেই মোতাবেক শতশত যাত্রী আগরতলা থেকে উদয়পুর যাওয়ার জন্য ভোর আনুমানিক ৪ টা থেকেই রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ভিড় জমায়। কিন্তু ভোর আনুমানিক ৪টা থেকে টিকিটের আশায় বসে থেকে রেল চলে আসলেও খুললো না টিকিট কাউন্টার। যার ফলে রেল স্টেশন কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান হীনতার কারনে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার হতে হয় কয়েক শতাধিক যাত্রীর।

 একপ্রকার ক্ষোভের সঞ্চার হয়। অবশেষে একপ্রকার বাধ্য হয়েই বিনা টিকিটেই আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয় রেল যাত্রীরা। তবে এ ধরনের ঘটনা ডেমু ট্রেনে কোন নতুন বিষয় নয়। বিনা টিকিটে প্রতিদিন সফর করছে বহু যাত্রী। কারণ যাত্রীদের কাছ থেকে টিটি টিকিট দেখার প্রয়োজন মনে পড়ছে না। যার ফলে অনায়াসে সরকারি সম্পদ চড়ছে বহু যাত্রী। উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে খবর থাকলেও তারা বিষয়টি নিয়ে কোনরকম কর্ণপাত করছে না। এতে করে সরকারি সম্পত্তির উপর প্রভাব পড়ছে বলে মনে করছে অনেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য