স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : এ বছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছে না কৃষক কূল। মিলছে না কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সহযোগিতা। এই অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অন্তর্গত মাইগঙ্গা চামপ্লাই নয়াবাড়ী এলাকার এক কৃষকের।
নারায়ণ বিশ্বাস নামে এক কৃষক জানান, বর্তমান মরশুমের সুস্বাদু সব্জি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থরাশি ব্যায় করতে হয়। প্রতি এক কানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করতে হয়। এবছর সাড়ে তিন কানি জমির উপর গাজর চাষ করেছেন। কোন প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া। কিন্তু বর্তমান সময়কালে কৃষি দপ্তর থেকে বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা পান না তিনি। তাছাড়া তিনি জানান, বৃষ্টির কারণে গাজর গুলি পচন ধরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অন্যদিকে, গাজর বিভিন্ন বাজার গুলিতে বাজারজাত করা হলেও তার সঠিক মূল্য পায় না কৃষকেরা।