Monday, February 10, 2025
বাড়িরাজ্যঘর না পেয়ে পঞ্চায়েতে তালা

ঘর না পেয়ে পঞ্চায়েতে তালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে ঘর বন্টনে অনিয়মের অভিযোগে সিঙ্গারবিল পঞ্চায়েতে তালা দিল গ্রামবাসী। বৃহস্পতিবার দুই শতাধিক গ্রামবাসী পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। দাবি আগামী ১৫ দিনের মধ্যে ঘর বন্টন করতে হবে। পরবর্তী সময় তাদের কাছ থেকে জানা যায় পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর বন্টন নিয়ে চলছে ষষ্ঠী নস্টি। ২৪০ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের জন্য কাগজপত্র জমা দিয়েছিল। কিন্তু পঞ্চায়েত কর্মীদের গাফিলতিতে সঠিকভাবে ঘর বন্টন হচ্ছে না।

২৪০ টি ঘরের মধ্যে মাত্র ৪০ জন ঘর পেয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত কর্মীদের কাছ থেকে জানতে চাইলে তারা শুধু আশ্বস্ত করছে কাগজপত্র নাকি দিল্লীতে পাঠানো হয়েছে। কিন্তু ঘরের দেখা মিলছে না তাদের। কিন্তু দেশের প্রধানমন্ত্রী এই এলাকার বিমানবন্দরে নেমে রাজ্যে ভাষণ দিতে আসেন বলে নিন্দা জানান। তাদের অভিযোগ গত চার বছর ধরে এই সিঙ্গারবিল পঞ্চায়েত থেকে কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না। তাই দাবি জানানো হচ্ছে ১৫ দিনের মধ্যে ঘর প্রদানের ব্যবস্থা করতে হবে নাহলে তারা আগামী দিনে ভিআইপি রোড তালা দেবে বলে হুঁশিয়ারি দেন। সুতরাং আজকেরটা টেইলার বলে সাফ জানিয়ে দেন ক্ষুদ্ধ গ্রামবাসী। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ এবং স্থানীয় ব্লকের বিডিও। তবে পঞ্চায়েত কর্মীদের বক্তব্য টেকনিক্যাল সমস্যার জন্য সমস্ত বেনেফিশিয়াল ঘর পায়নি । তবে বিষয়টি আধিকারিকদের অবগত করা হয়েছে। পরবর্তী সময় বি ডি ও আশ্বাস পেয়ে বিক্ষোভকারী গ্রামবাসী তালা খুলে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য