স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : সদ্য বিধায়ক পদ ছেড়ে আসা দুই কংগ্রেস নেতা সুদীপ বর্মন এবং আশীষ কুমার সাহার উপর বুধবার আক্রমণ করতে চেয়েছিল দুর্বৃত্তরা। টাকারজলা থানাধীন নব শান্তি কুঞ্জ পাড়াতে দুর্বৃত্তরা আক্রমণ চালায়। ভাঙচুর করে কংগ্রেসের তিনটি গাড়ি। এর তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
উপস্থিত কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা জানান, সুদীপ রায় বর্মন এবং তিনি এ রাস্তা দিয়ে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মনের বাড়িতে যাবে ভেবে কংগ্রেস কর্মীদের গাড়িতে আক্রমণ করে। তিনটি গাড়ি ভাঙচুর করে। এতে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে এ আক্রমণ করেছে দুর্বৃত্তরা। তাই রাস্তায় নেমে এর প্রতিবাদ জানানো হচ্ছে।এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে যাতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হয়। নাহলে কংগ্রেস কর্মীরা সৈনিকের ভূমিকা পালন করবে। সাধারণ মানুষের পাশে থেকে প্রতিরোধ গড়ে তুলবে। কারণ ভারতীয় জনতা পার্টির দুর্বৃত্তদের দ্বারা ক্রমাগত আক্রান্ত হচ্ছে কংগ্রেস কর্মীরা। বুধবার প্রাক্তন বিধায়কের বাড়িতে বহু কর্মী-সমর্থক কমলাসাগর, চরিলাম এবং বিশালগড় বিধানসভা কেন্দ্র থেকে যোগদান করতে যাচ্ছিল। তখন এ ধরনের হামলার তীব্র নিন্দা জনক। এটা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং ঘৃণ্য চক্রান্ত বলে জানান তিনি।