স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : আবারো উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হল তিনজন। আহতদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে আসে আইজিএম হাসপাতালে। আহতদের নাম অমর কৃষ্ণ দে(৫২), অগ্রজিৎ দে(১৪) এবং দীপা সরকার দে(৪৮)।
ঘটনার বিবরণে জানা যায়, টমটম করে উড়াল পুল দিয়ে কোন এক স্থানে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। আহতদের বাড়ি বড়পাথরী বলে জানায় দমকল কর্মীরা। তবে পথচারীদের বক্তব্য, উড়ালপুল দিয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন টমটম নিয়ে যাতায়াত করছে চালকরা। ট্রাফিক কর্মীরা বাধা না দেওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনায় পড়ে আহত হচ্ছে মানুষ।