স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মার্চ : ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হয়েছেন রতন দাস। মঙ্গলবার তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের প্যারি বাবুর বাগান থেকে ডোর টু ডোর শুরু করেন। প্রচারে বের হয়ে প্রথম দিন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের উপর মানুষের অপরিসীম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। সব ক্ষেত্রেই এই সরকার ব্যর্থ। আর এ সরকার কাজ করতে ব্যর্থ বলে মিথ্যাচার ও সন্ত্রাসের উপর নির্ভর করছে। তাদের লক্ষ্য হল গণতন্ত্র নিধন। মানুষ কাজের উপর তিতি বিরক্ত। আরো বলেন, গত বিধানসভায় নির্বাচনে মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারতো তাহলে তাদের ভোট আরও বেশি কমতো। কিন্তু মানুষ বুঝতে পারছে এই সরকারের আমলে মানুষের অর্থনৈতিক বিপর্যস্ত, সারা দেশের মতো রাজ্যেও আর্থিক মন্দা অবস্থা চলছে। রেগার কাজ নেই, কর্মসংস্থানের অভাব চলছে। তাই এই নীতির বিরুদ্ধে আসন্ন উপ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন উপনির্বাচনে জয়ী হয়ে আগামী দিনে বিধানসভায় তুলে ধরতে চায় বলে বলে দাবি করেন মনোনীত প্রার্থী রতন দাস।