স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় রাজধানি আগরতলা শহরে আরক্ষা প্রসাশনের উদ্যোগে ফ্ল্যাগ মার্চ করা হয়। এইদিনের ফ্ল্যাগ মার্চের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার পুলিস সুপার কিরন কুমার কে।
এইদিনের ফ্ল্যাগ মার্চে পশ্চিম ও পূর্ব থানার ওসি পুলিস কর্মী ও কেন্দ্রিয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করে। পশ্চিম জেলার পুলিস সুপার কিরন কুমার কে জানান লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের জন্য প্রস্তুত আরক্ষা প্রশাসন। নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জায়গায় জায়গায় আরক্ষা কর্মীরা ফ্ল্যাগ মার্চ করছে। ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। মহকুমা পুলিস আধিকারিকরা বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ মার্চের নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান জেলা পুলিস সুপার। নির্বাচনের প্রাক মুহূর্ত প্রজন্ত এই ধরনের ফ্ল্যাগ মার্চ চলবে বলে জানান তিনি।