স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : ত্রিপুরা রেগুলেটরি কমিশন থেকে অবশেষে ট্রান্সমিশন লাইসেন্স পেল ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড। শুক্রবার রাজধানীর বনমালিপুর স্থিত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে ট্রান্সমিশন লাইসেন্স তুলে দেওয়া হয় ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের আধিকারিকদের হাতে।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের এক আধিকারিক জানান ২০২৩ সালের ১৯ জানুয়ারি ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড পথ চলা শুরু করে। কিন্তু বিদ্যুৎ আইন ২০০৩ মোতাবেক ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কাছে ট্রান্সমিশন লাইসেন্স অত্যন্ত জরুরী হয়ে দাড়ায়। পরবর্তী সময় লাইসেন্সের জন্য ত্রিপুরা রেগুলেটরি কমিশনের নিকট আবেদন জানানো হয়। এবং খুব কম সময়ের মধ্যে সকল নিয়ম মেনে ত্রিপুরা রেগুলেটরি কমিশন ট্রান্সমিশন লাইসেন্স প্রদান করেছে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডকে। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের আগামিদিনের লক্ষ্য ভোক্তাদের সঠিক ভাবে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা প্রদান করা।