Saturday, March 22, 2025
বাড়িরাজ্যলরির টায়ারের ভেতর থেকে উদ্ধার ১১৩ কেজি গাঁজা

লরির টায়ারের ভেতর থেকে উদ্ধার ১১৩ কেজি গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : অভিনব কায়দায় গাড়ির টায়ারে করে গাঁজা পাচার করার সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল খোয়াই জেলা পুলিশ। খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল জানান শুক্রবার সকালে খোয়াই থানার অন্তর্গত বাইজলবাড়ি ফাঁড়ি থানার পুলিসের নিকট গোপন সংবাদ পৌছায় একটি বহিঃরাজ্যের গাড়িতে করে গাজা পাচার করা হবে।

এই সংবাদের উপর ভিত্তি করে খোয়াই থানাধীন বেলফাং নাকা পয়েন্টে পুলিশ JK-02AR-3044 নাম্বারের একটি লড়ি আটক করে। পরে জেলার অতিরিক্ত পুলিস সুপার, খোয়াই মহকুমার ডিসিএম-এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাসি অভিযানে গাড়িটির মধ্যে থাকা অতিরিক্ত টায়ারের অভ্যন্তর থেকে ১১৭ টি প্যাকেটে সর্বমোট ১৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। একই সাথে আটক করা হয় গাড়ির চালক ও সহ চালককে। ধৃতরা হল রবি কর, বয়স ৩৮ বছর এবং চন্দন পাশওয়ান, বয়স ২৬ বছর। তাদের বাড়ি হিমাচল প্রদেশে। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করবে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য