স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে এস ইউ সি আই সি দল দেশের ১৯-টি রাজ্যে, তিনটি কেন্দ্র শাসিত অঞ্চলের ১৫১-টি লোকসভা আসনে, অন্ধ্র প্রদেশে ৫-টি, ওরিসায় ২৮-টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের রাজ্য সম্পাদক অরুন কুমার ভৌমিক-কে মনোনিত করা হয়েছে। শুক্রবার এস ইউ সি আই রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সম্পাদক অরুন ভৌমিক নিজে।
তিনি বলেন, স্বৈরতন্ত্রকে মজবুত করতে শাসন ব্যবস্থার সমস্ত ক্ষেত্রে দলের কর্তৃত্ব কায়েম করছে। ইডি, সিবিআই-কে কাজে লাগিয়ে বিরোধী দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের নিজের দলে টানছে। জনগণের ঐক্যকে ভেঙ্গে দিতে মন্দির-মসজিদ, জাত-পাত, ধর্মকে কাজে লাগিয়ে ভোট ব্যাঙ্ক তৈরী করছে। তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতিতে গরীব জনসাধারণের রাজনৈতিক চেতনার অভাবের সুযোগ নিয়ে টাকা ছিটিয়ে ভোট কিনে নিয়ে যে জোটই ক্ষমতায় বসুক তারা দেশের পুঁজিপতিদের স্বার্থই রক্ষা করবে। পুঁজিপতিদের স্বার্থ এবং দেশের কোটি কোটি জনগণের স্বার্থ এক নয়। সুতরাং দেশের রাজনীতিও দুই ধরণের। এক রাজনীতি পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে এবং আর এক রাজনীতি শোষিত সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে। ফলে দেশের ৯০-৯৫ ভাগ শোষিত মানুষের স্বার্থ রক্ষা করেতে প্রয়োজন সংগ্রামী বামপন্থী শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা। এস ইউ সি আই (সি) দল দেশব্যাপী এই আন্দোলন গড়ে তুলছে। লোকসভা নির্বাচনেও অংশ গ্রহণ করছে। জয়ী হলে জনগণের দাবিগুলি নিয়ে লড়াই করবেন।