Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবাল্য বিবাহ বন্ধ করতে সকলকে শপথ নিতে হবে : সান্তনা

বাল্য বিবাহ বন্ধ করতে সকলকে শপথ নিতে হবে : সান্তনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ:  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়িকা মিনারানি সরকার সহ অন্যান্যরা।

এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষে মাতৃ ভূমি -কে মা বলে সম্বোধন করা হয়। এইটা ভারতীয় সংস্কৃতি। এইখানে নারীদের সর্বোচ্চ স্থানে রাখা হয়। বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন মহিলা। ভারতের অর্থমন্ত্রী একজন মহিলা। ভারতে অসংখ্য মহিলা রয়েছেন, যারা প্রমান করে দিয়েছেন বিকশিত ভারত গড়তে তাদের অবদান একটুও কম নয়। মন্ত্রী টিঙ্কু রায় এইদিন খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের মেয়েদের সাফল্যের বিষয়ে তুলে ধরেন। অনুষ্ঠানে মন্ত্রী সান্তনা চাকমা বক্তব্য রেখে বলেন নারী-পুরুষ উভয়ের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তাহলেই সমাজ এগিয়ে যাবে। কারণ মহিলাদের ভূমিকা সমাজের মধ্যে অপরিসীম। তারা কঠোর পরিশ্রমী। এক ভারত, শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে মহিলাদের উন্নয়নের প্রয়োজন রয়েছে। তাই সরকার মহিলাদের আত্মনির্ভর করতে চাইছে বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা। তিনি আরো বলেন বর্তমানে বাল্যবিবাহ নিয়ে সকলকে আরো বেশি সচেতন হতে হবে। বাল্য বিবাহের কারণে মেয়েদের উপর বড়সড়ো প্রভাব পড়ে। তাই আজকের দিনে দাঁড়িয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সকলকে শপথ নিতে হবে বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য