স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যে দাবিগুলি পূরণের আশ্বাস দিয়ে কৃষক আন্দোলন প্রত্যাহার করার সেই দাবিগুলি পূরণ করছে না সরকার। বরং আইন বাতিল করে এ সরকার ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে কৃষকরা যখন আবারও দিল্লি মুখী হচ্ছে, ফলে তাদের উপর চলছে অত্যাচার।
এর প্রতিবাদের আগামী ১৪ মার্চ দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে মহা পঞ্চয়েতের ডাক দেওয়া হয়েছে। আর এই মহা পঞ্চায়েতকে সমর্থন করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এরই অঙ্গ হিসেবে সোমবার রাজধানীর ওরিয়েন্ট চৌমহনী এলাকায় সংযুক্ত কিষাণ মোর্চার আহবানে গণ অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত কৃষাণ মোর্চার রাজ্য কমিটির কনভেনার পবিত্র কর।
আয়োজিত গণঅবস্থানে তিনি বক্তব্য রেখে আরো বলেন, কৃষকদের যখন দাবি পূরণ হচ্ছে না তখন তারা আবার দিল্লি মুখী হচ্ছে। কিন্তু পুলিশ লেলিয়ে সরকার ড্রোন দিয়ে কৃষকদের উপর কাঁদান গ্যাস ছুড়ে আহত করছে। ইতিমধ্যে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এমনকি কৃষকদের মুখের গ্রাস কেড়ে নিতে সরকার যে আই লাগু করেছিল সেই আইন প্রত্যাহারের দাবিতে বিগত দিনে যখন আন্দোলন চলছিল তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের দ্বারা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চারজন কৃষক এবং একজন সাংবাদিকের। দাবি ছিল কৃষক হত্যার অন্যতম অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার জন্য। কিন্তু বহিষ্কার না করে পুনরায় লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী করেছি বিজেপি। এর প্রতিবাদেও চলবে আন্দোলন বলে হুঁশিয়ারি দেন তিনি। আয়োজিত কর্মসূচিতে এই দিন সংগঠনের নেতৃত্ব ভানু লাল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।