স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : তিপরা মথা বিরোধী আসন থেকে সরাসরি ট্রেজারি বেঞ্চে যোগদান করা ভূ-ভারতে এক ঐতিহাসিক ঘটনা।
সোমবার সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন টি.এস.পি -র সভাপতি শ্রীদাম দেববর্মা। তিনি আরো বলেন আই.পি.এফ.টি -র মতো তিপরা মথা এগিয়ে যাচ্ছে। এখন আর গ্রেটার তিপরাল্যান্ডের দাবি করতে পারবে না তারা।
তাই আগামী দিনে টি.এস.পি শাসকের বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধী আসনের নেতৃত্বদের সাথে বৈঠক করে লোকসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং লড়াই ময়দানে থেকে মানুষের স্বার্থে কাজকর্ম করবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি দীনেশ দেববর্মা, সাধারণ সম্পাদক চন্দন ত্রিপুরা।