Saturday, July 27, 2024
বাড়িরাজ্যতিনটি ডাকাতির ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তের ছবির প্রকাশ করে জনগণের সহযোগিতা...

তিনটি ডাকাতির ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তের ছবির প্রকাশ করে জনগণের সহযোগিতা চাইল পশ্চিম জেলা পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : পশ্চিম জেলার আগরতলা শহরতলীতে পরপর ডাকাতির ঘটনায় এবার সন্দেহভাজন এক অভিযুক্তের ছবি দিয়ে বিশেষ সতর্কতা জারি করল পশ্চিম জেলা পুলিশ। পশ্চিম জেলা পুলিশের তরফে সন্দেহভাজন সেই অভিযুক্তের ছবি দিয়ে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবং তাকে ধরতে নাগরিক ‌সাহায্য চাওয়া হয়েছে।

পুলিশ সূত্রের দাবি সম্প্রতি শহরতলীর চাঁনপুর, আড়ালিয়া এবং বলদাখালে পরপর যে তিনটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে তাতে জড়িত রয়েছে সন্দেহভাজন ডাকাত। সে বোধজংনগর থানার ৭/২০২৪ এবং ৯/২০২৪ নম্বর মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত। একইভাবে পূর্ব থানার ২২/২০২৪ নম্বর মামলায় অভিযুক্ত রয়েছে। পুলিশ সূত্রে ধারণা এই সন্দেহভাজন ডাকাত এখনো রাজ্যেই অবস্থান করছে।

 পুলিশের কাছে তার ছবি প্রকাশের পর সে সুযোগ খোঁজছে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার। ইতিমধ্যেই সীমান্তে এই বিষয়ে সতর্কতা জারি করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবার পশ্চিম জেলা পুলিশ সন্দেহভাজন এই ডাকাতকে ধরতে নাগরিক সাহায্য চাইছে। তবে যতদূর জানা যায় পুলিশ আগরতলা শহরের সিসি ক্যামেরার রেকর্ড সংগ্রহ করে তাকে শনাক্ত করতে পেরেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য