Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যপ্রতিমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

প্রতিমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ :  কালী পূজার দিন জলের কলের পাইপ থেকে পিতলের প্রতিমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভক্তদের মধ্যে। ঘটনা রাজধানীর নন্দননগর পালপাড়া এলাকায়। ঘটনায় বিবরণে জানা যায়, গত আড়াই থেকে তিন মাস আগে এলাকার নিতাই রুদ্র পালের ছেলে দীপঙ্কর রুদ্র পাল নিখোঁজ হয়ে যায়।

পরিবারের লোকজনেরা বহু খোঁজাখুঁজির পর তাকে এলাকার একটি পুকুর পাড়ে গিয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তারপর স্বাভাবিক হওয়ার পর দীপঙ্করের বক্তব্য ছিল তাকে এক সাধু ডেকে একটি মন্দিরে কাছে নিয়ে যায়। তারপর সেখানে একটি লাল কাপড় পরিধান করা এক মহিলার সাথে সাক্ষাৎ হয়। তারপর বাড়ির লোকজনেরা সিদ্ধান্ত নেয় কালীপূজা করার। সে অনুযায়ী শিব চতুর্দশীর দিন শিব পূজা করার পর পরের দিন কালী পূজা আয়োজন করে বাড়ির লোকজন।

 যথারীতি বাড়িতে চলছিল কালীপূজার আয়োজন। এরই মধ্যে শনিবার দুপুর বারোটা নাগাদ জলের কল দিয়ে জল না উঠে আসার কারণে নিতাই রুদ্র পাল এবং তার ছেলে দীপঙ্কর রুদ্র পাল কলের পাইপ খুলে দেখতে পায় ভেতরে কিছু একটা আটকে রয়েছে। যথারীতি সেটা বের করে আনার পর দেখতে পায় একটি ছোট পিতলের কালী মূর্তি। তারপর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বাড়িতে ভক্তদের আগমন বাড়তে শুরু করে। শুরু হয় উলুধ্বনি এবং শঙ্খ ধ্বনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য