উদয়পুর, ৯ মার্চ (হি.স.) : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অল্পতেই রক্ষা পেল গোমতী জেলার উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকা। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা অত্যন্ত দ্রুত এবং পারদর্শিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় রক্ষা পেল ব্রহ্মাবাড়ি।
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে উদয়পুর ব্রক্ষ্মাবাড়ি এলাকায় বিভিন্ন ভাঙচুরের জিনিস সংগ্ৰহ করে পরবর্তী সময়ে বাজারজাত করে ব্যবসা চালিয়ে আসছিল কূষ্ণ দাশ নামে এক ব্যবসায়ী। শনিবার সকালে উদয়পুর ব্রক্ষ্মাবাড়ি এলাকায় নিজের দোকান পরিস্কার করছিলেন একজন শ্রমিক দিয়ে। আর নিজে দোকানে বসে কাজ করছিলেন কূষ্ণ দাশ। হঠাৎ নাকি তিনি দেখতে পান দোকানের পিছনে আবর্জনার স্তূপে আগুন।
সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে এবং খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে।খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। তবে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি সময় মতো আসায় অল্পতে রক্ষা পেয়েছে উদয়পুর ব্রক্ষ্মা বাড়ি এলাকা।তবে এই আগুন দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।