স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ : দ্বিতীয় বিজেপি-আইপিএফটি জোট সরকারের প্রথম বর্ষপূর্ণ হয় শুক্রবার। দ্বিতীয় বিজেপি-আইপিএফটি জোট সরকারের প্রথম বর্ষপূর্তি পালন করা হয় আগরতলা টাউন হলে।
একই সাথে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি কর্মসূচীর সূচনা করা হয়। অনুষ্ঠানে সমগ্র রাজ্য থেকে বিজেপি দলের কার্যকর্তারা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মন্ত্রী প্রনজিত সিংহ রায়, সান্ত্বনা চাকমা, বিকাশ দেববর্মা, টিঙ্কু রায়, রতন লাল নাথ, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি প্রচারাভিযানের সূচনা হয়েছে এইদিন।
রাজ্যের দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তি শালী করার সংকল্প নেওয়া হয়েছে। তিনি আরও বলেন বিজেপি দলের কার্যকর্তারা যে সংকল্প নেয় তা বাস্তবায়িত করে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে একের পর এক জনকল্যাণ মুখী কর্মসূচী বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে। সমাজের সকল স্তরের মানুষের জন্য সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরা রাজ্যে মানুষ ভারতীয় জনতা পার্টিকেই চায়। কংগ্রেস এবং সিপিআইএমের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। প্রধান বিরোধী দল তিপ্রা মথা ও ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরকারে চলে এসেছে। আর এই সবই হচ্ছে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে। যে সমস্ত পোস্ট বক্স গুলা তৈরি করা হয়েছে তাতে আগামী দিনে বিকশিত ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ পত্র পাঠাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দেশকে এগিয়ে যাওয়ার জন্য কি কি করতে হবে, যুবশক্তি কিংবা নারী শক্তিকে আরো কিভাবে শক্তি সমৃদ্ধ করা যায় এই সমস্ত বিষয়গুলোকে নিজেদের পরামর্শ পত্রে লিপিবদ্ধ করে পাঠাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এই সমস্ত পরামর্শ পত্র গুলো বিচার বিবেচনা করে ভারতীয় জনতা পার্টি মেনোফেস্টো তৈরি করবে।